• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিউ লাইন ক্লোথিংসের আইপিও অনুমোদন

বিএসইসি ভবন

সংগৃীগ

পুঁজিবাজার

নিউ লাইন ক্লোথিংসের আইপিও অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৬৬৭তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে নিউ লাইন ক্লোথিংসকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি যন্ত্রপাতি কেনা, কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদি ঋণ পরিশোধ এবং  প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ টাকা।  পুনর্মূল্যায়নসহ এনএভি হয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads