• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পুঁজিবাজারে বেড়েছে মূল্যসূচক

ডিএসই ভবন

সংগৃহীত

পুঁজিবাজার

পুঁজিবাজারে বেড়েছে মূল্যসূচক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

টানা কয়েক সপ্তাহ মন্দার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কিছুটা বেড়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন আগের সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩ কোটি ৫৩ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন।

গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬০০ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৬৩০ কোটি ৭৭ লাখ টাকা। আলোচিত সপ্তাহে লেনদেন ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

গত সপ্তাহে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩২ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে। আগের সপ্তাহে এ সূচকটি ২৪ দশমিক ৭০ পয়েন্ট কমেছিল।

আগের সপ্তাহে ডিএসইতে প্রায় ৬০ ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছিল। গত সপ্তাহে ঠিক বিপরীত ধারায় ছিল বাজার। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬৫ ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

এ সপ্তাহে ডিএসইতে ৩৪৬ কোটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২২৪ টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১০০টির দাম। আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। তিনটি ইস্যুর কোনো লেনদেন হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads