• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন

প্রতীকী ছবি

পুঁজিবাজার

ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই ও লংকাবাংলা সিকিউরিটিজের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এমএল ডায়িং লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১২ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ৫ কোটি ৭৫ লাখ ৭০ হাজার, ইনটেক ৪৬ লাখ ২০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার, সায়হাম টেক্সটাইল ১২, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ৩৫ লাখ ৫০ হাজার, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার, মুন্নু সিরামিকস ১ কোটি ৩৮ লাখ, মুন্নু স্টাফলার্স ১ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৪৬ লাখ ৩০ হাজার, ওরিয়ন ইনফিউশন ১৫ লাখ ১০ হাজার, কুইন সাউথ ৯ লাখ ৫০ হাজার, আমান কটন ফেব্রিক্স লিমিটেড ৯ লাখ ১০ হাজার, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ১০ লাখ ৪০ হাজার, আমান ফিড ৫ কোটি ২০ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads