• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কারণ ছাড়াই দাম বাড়ছে প্রাইম ইসলামী লাইফের

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

কারণ ছাড়াই দাম বাড়ছে প্রাইম ইসলামী লাইফের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৩ ডিসেম্বর ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ারদর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৫২ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৫৪ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads