• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বিএসইসি ভবন

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ পি.এফ. ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির ৬৭১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ড. এম খায়রুল হোসেন।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাক। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এমপ্লইস প্রভিডেন্ট ফান্ড।

আর ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads