• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

পুঁজিবাজার

সাড়ে ৩ বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার গত সাড়ে ৩ বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান হয়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৭০ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ২৫ মে গতকালের চেয়ে সূচক বেশি বেড়েছিল। ওইদিন ডিএসইএক্স বেড়েছিল ১৩০ পয়েন্ট। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

যা আগের দিন ছিল ৯৬৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ বা ৪৪ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকা।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮ শতাংশ বা ২৩৮টির, কমেছে ২৫ শতাংশ বা ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ শতাংশ বা ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭০৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads