• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সি পার্ল বিচ রিসোর্টের আইপিও অনুমোদন

সি পার্ল অ্যান্ড বিচ রিসোর্টের লোগো

সংগৃহীত ছবি

পুঁজিবাজার

সি পার্ল বিচ রিসোর্টের আইপিও অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৬৭৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

১০ টাকা অভিহিত মূল্যের দেড় কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি রিসোর্টের বিভিন্ন কক্ষের ইন্টেরিয়র, ফিনিশিং, আসবাবপত্র ও জমি কেনা এবং  প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা।  শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads