• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
‘করোনার প্রভাবে’ শেয়ারবাজারে ধস

প্রতীকী ছবি

পুঁজিবাজার

‘করোনার প্রভাবে’ শেয়ারবাজারে ধস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রবেশ করেছে মরণঘাতী করোনা ভাইরাস। তারই প্রভাবে ভয়াবহ দরপতন দিয়ে দিনের লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে।

আজ সোমবার সকালে দিনের লেনদেন শুরুর পর এক ঘণ্টা পার না হতেই দেশের দুই শেয়ারবাজারের লেনদেনে আসা প্রায় শতভাগ শেয়ার দর হারায়। ২০১০ সালের ৫ ডিসেম্বর ধস নামার পর গত ১০ বছরে এতোটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট। এরপর আরও কমতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচকটি ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮২ পয়েন্টে। তবে সকাল ১০টা ৩৭ মিনিটে সূচকটি ১২০ পয়েন্ট পর্যন্ত কমে।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা প্রায় সোয়া ২ শতাংশ কমে নেমে এসেছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে। করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বজুড়েই শেয়ারবাজারে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের বাজারেও ধীরে ধীরে তার প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি রয়েছে ব্যাংক খাতে ঋণ-আমানতের নয়-ছয় সুদহারের আতঙ্ক।

আজ সকাল ১০টা ৪৫ পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার। বাজারে ক্রেতা নেই বললেই চলে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সবগুলোর দর কমেছে। কমেছে ২৯১টির, বেড়েছে মাত্র ১২টির দর। অপরিবর্তিত আছে ১৬টির দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত কমেছে ১২২ পয়েন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads