• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ছবি: সংগৃহীত

যোগাযোগ

‘ও ভাই’-এর নতুন রাইড ‘ও বোন’

  • এম এ বাবর
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

রাজধানীতে চলমান রাইড শেয়ারিং সেবাগুলোর একটি ‘ও ভাই’। অ্যাপ ভিত্তিক এই যাত্রীসেবায় এবার শুধু নারীদের জন্য যুক্ত করা হলো নতুন অ্যাপ ‘ও বোন’। অ্যাপটি গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার নারী রাইডারদের নিয়ে এই বিশেষ সেবা চালু করেছে ‘ও ভাই সল্যুশনস লিমিটেড’। এটি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

অ্যাপটির মাধ্যমে একজন ব্যবহারকারী ভাড়া পরিশোধ করতে পারবেন নগদ টাকা, কার্ড এবং ‘ও ভাই পে’-এর মাধ্যমে। ‘ও ভাই পে’ এক ধরনের ওয়ালেট যেখানে একজন ব্যবহারকারী ‘ও ভাই’ সেবাটি নেওয়ার জন্য টাকা জমা রাখতে পারবেন এবং এর মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে শুধু গাড়ি বা মোটরসাইকেল নয়, এতে পাওয়া যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসও। অ্যাপটির ‘ও বোন’ নামের অপশনে শুধু নারীরাই রাইড শেয়ারিং সেবা নিতে পারবেন। ইতোমধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরো ৫০ জন নারী রাইডারকে এ সেবা দিতে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।

অ্যাপটিতে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

‘ও ভাই’ ও ‘ও বোন’ নতুন উদ্যোগ হলেও ইতোমধ্যেই ইমারজেন্সি এসওএস, বাধ্যতামূলক হেলমেট, ৫০ কিলোমিটারের গতি নিয়ণন্ত্রক, পরিচ্ছন্নতা ও বিভিন্ন রকমের পেমেন্ট অপশনসহ অন্যান্য আকর্ষণীয় ফিচারের মাধ্যমে এ সেবা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী ‘ও ভাই সল্যুশনস লিমিটেড’।

এ ব্যাপারে ও ভাই সল্যুশনস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস বলেন, অ্যাপটিতে বিশেষ কিছু সুবিধা রয়েছে যা আর কারো নেই। এক অ্যাপে চার ধরনের যানবাহন বেছে নেওয়ার সুযোগ থাকায় যাত্রীদের তুলনামূলকভাবে কম সময় অপেক্ষা করতে হবে। ফলে দ্রুত পৌঁছতে পারবেন যাত্রীরা।

এ ছাড়া ‘ও বোন’ সেবা অন্যদের থেকে ভিন্নতা থাকায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে পরীক্ষামূলক চালুর পর অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহারের জন্য ১০ লাখ বার ‘ও ভাই’ ডাউনলোড হয়েছে। তার মতে, পুরুষ রাইডাররা বেপরোয়াভাবে বাইক চালান। সেদিক থেকে নারী রাইডারদের পেছনে বসা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। প্রথমে ঢাকা শহরে অ্যাপটি চালু হলেও আগামী তিন-চার মাসের মধ্যে দেশের ২২টি শহরে এই সেবা চালু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads