• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
যানজট কমেনি কুমিল্লায়

ফেনীতে রেলওয়ে ওভারপাসের একাংশ গতকাল উন্মুক্ত করে দেওয়া হয়

বাংলাদেশের খবর

যোগাযোগ

ফেনীতে রেলওয়ে ওভারপাসের একাংশ উন্মুক্ত

  • ফেনী ও কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

অবশেষে গতকাল মঙ্গলবার ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরপরও গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট লক্ষ করা যায়। তবে কর্তৃপক্ষের আশা, শিগগিরই তা কমে আসবে।

ফেনী প্রতিনিধি জানান, এদিন দুপুরে ওভারপাসটির একটি লেন খুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদসহ অন্যরা। এর আগে নির্মাণাধীন এ ওভারপাসের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগেই ওভারপাসটির পুরো কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

আল আমিন কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মীর্জা মহিউদ্দিন জানান, রোজা ও ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিয়ে জরুরি ভিত্তিতে রেলওয়ে ওভারপাসটির নির্মাণকাজ চলছে। তিনি বলেন, ‘ঢাকামুখী গাড়িগুলো ওভারপাসের ওপর দিয়ে যাবে। চট্টগ্রামমুখী যানগুলো আপাতত নিচ দিয়ে যাতায়াত করবে।’

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, ওভারপাসটির একাংশ খুলে দেওয়ায় গত কয়েক দিন ধরে চলা যানজট কমে আসছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ছয়টি টিম, গোয়েন্দা পুলিশের দুটি ও ডিএসবি পুলিশের একটি টিম কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, মহাসড়কের কুমিল্লা অংশে রোববার রাত থেকে সৃষ্ট যানজট এখনো বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দাউদকান্দি ও চান্দিনা অংশে দীর্ঘ যানজট লক্ষ করা যায়। এদিন সন্ধ্যায় দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনার নাওতলা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ছিল।

হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘গত দুই-তিন দিনে ফেনীতে রেলক্রসিংয়ে আটকে পড়া ঢাকাগামী যানগুলো একসঙ্গে দাউদকান্দি টোলপ্লাজায় আসায় যানজটের সৃষ্টি হয়েছে। এসব যান দাউদকান্দি ব্রিজ পার হতে অতিরিক্ত সময় লাগায় যানজট তীব্র হচ্ছে। টোলপ্লাজায় ভারী যানবাহনে অতিরিক্ত মাল বহনের জন্য জরিমানা আদায়ে সময়ক্ষেপণ ও ঢাকা থেকে ছাড়া গাড়িগুলো একই ব্রিজের ওপর দিয়ে পার হওয়ায় সঙ্কট ক্রমেই বাড়ছে।’

কুমিল্লা স্টেশন রোড দোকান মালিক সমিতির সেক্রেটারি মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘যানজটের কারণে আমাদের পণ্য পরিবহন খরচ প্রায় দুইগুণ বেড়েছে। কম্পিটিশন মার্কেট হওয়ায় সেই পরিমাণে আমরা পণ্যের দাম বাড়াতে পারছি না। এতে আমাদের মুনাফা কমে যাচ্ছে।’ কুমিল্লার কৃষক লীগ নেতা আহমেদ জামিল সেলিম বলেন, ‘ঢাকা রওনা করেছিলাম। যানজট দেখে ইলিয়টগঞ্জ পর্যন্ত গিয়ে ফিরে এসেছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads