• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‘ঈদের ৩ দিন আগে মহাসড়কে ভারী যান বন্ধ’

ঈদের তিন দিন আগে থেকে ট্রাক, লরি, কভার্ড ভ্যানসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে

সংরক্ষিত ছবি

যোগাযোগ

‘ঈদের ৩ দিন আগে মহাসড়কে ভারী যান বন্ধ’

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০১৮

ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি, কভার্ড ভ্যানসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। উপজেলার সূত্রাপুর এলাকায় চার লেন প্রকল্প কার্যালয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে করণীয় বিষয়ে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রার চার লেন তৈরির কাজ আগামী ৮ জুনের মধ্যে শেষ হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতকাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব প্রকৌশলীদের দেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি— এসব ভাঙা রেকর্ড বাজায়।

এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় চার লেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads