• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন

ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন

সংগৃহীত ছবি

যোগাযোগ

অগ্রিম টিকেট বিক্রি শুরু ১ জুন

ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মে ২০১৮

এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে। আগামী ১৩ থেকে ২৪ জুন এসব ট্রেন চলাচল করবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত রেলের আগাম টিকেট বিক্রি হবে। আর ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ফিরতি টিকেট পাওয়া যাবে। রাজধানীর রেল ভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসাবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকেট। ২ জুন দেওয়া হবে ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকেট।

আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের, ১১ জুন ২০ জুনের, ১২ জুন ২১ জুনের, ১৩ জুন ২২ জুনের, ১৪ জুন ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের ফিরতি টিকেট। প্রতিদিন সকাল ৮টা থেকে এই টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রী চারটির বেশি টিকেট পাবেন না। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যে ৩১টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, সেসবের টিকেট সংখ্যা হবে ২২ হাজার।

মুজিবুল হক বলেন, এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে। আগামী ১৩ থেকে ২৪ জুন এসব ট্রেন চলাচল করবে। রেলে এই ১২ দিন কোনো বন্ধ থাকবে না। এ জন্য রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিদিন যাতে ২ লাখ ৭৫ হাজার বা তারও বেশি যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। তা ছাড়া উপমহাদেশের অন্যতম বড় ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে। এই ঈদগাহে যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads