• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে শুক্রবার সকাল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়

সংগৃহীত ছবি

যোগাযোগ

ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ঢাকার কমলাপুরে। রাত থেকে অপেক্ষায় থাকা টিকেটপ্রত্যাশীদের অপেক্ষার অবসান দিনের টিকেট বিক্রি শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। সার্ভার জটিলতার কারণে দেরি করে শুরু হয় টিকিট বিক্রি। এ নিয়ে কাউন্টারের সামনে লম্বা লাইনে উত্তেজনাও দেখা গেছে।

ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে টিকেটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিগত বছরগুলোতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে অগ্রিম টিকেট দেওয়া হলেও এবার শুধু কমলাপুরে মিলছে অগ্রিম টিকেট। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩১ টি আন্তঃনগর ট্রেনের ১০ জুনের যাত্রার টিকেট দেওয়া হচ্ছে। ২৬টি কাউন্টার থেকে এক যোগে টিকিট বিক্রি করছে কর্তৃপক্ষ। এর মধ্যে ২টি কাউরন্টারে নারী যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ ৪ করে টিকিট কিনতে পারছেন।

সকাল ৮টায় কাউন্টার খুলে টিকেট বিক্রির শুরুর কথা। তাই টিকেট ফুরিয়ে যাওয়ার ভয়ে টিকিটির জন্য বরাবরের মতই রাত থেকে কমলাপুর স্টেশনে অপেক্ষায় ছিল বহু মানুষ। কিন্তু বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে দেখা দেয় সার্ভার বিভ্রাট দেখা দেয়ায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে টিকিট বিক্রি শুরু হয়। এ সময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা টিকেট প্রত্যাশীরা হৈ-হল্লা করতে দেখা যায়।

১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে পাঁচ দিনের অগ্রিম টিকেট বিক্রির সূচী ঠিক করেছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার ১০ জুনের টিকেট বিক্রি হচ্ছে বলে কমলাপুরে টিকেটপ্রত্যাশীদের সেই ভয়ঙ্কর চাপ নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের কাউন্টারের সামনে ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি। ট্রেনে যাতায়াত অন্যান্য যানবাহনের চেয়ে বেশি নিরাপদ এবং এইজন্য কষ্ট করে হলেও যাত্রীরা ট্রেনে যাতায়াত করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads