• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বাসের অগ্রিম টিকেট শেষ

বিআরটিসির স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ

সংরক্ষিত ছবি

যোগাযোগ

বিআরটিসির টিকেট বিক্রি আজ শুরু

বাসের অগ্রিম টিকেট শেষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

ঈদযাত্রায় বিআরটিসি বাদে বিভিন্ন পরিবহনের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয় গত ১ জুন। তবে মাত্র চার দিনের মাথায় গতকাল সোমবার সকাল থেকে রাজধানীর কোনো কাউন্টারে বাসের আগাম টিকেট পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, বাসের সংখ্যা অনুযায়ী অগ্রিম সব টিকেট বিক্রি হয়ে গেছে।

এদিকে আসন্ন ঈদ উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। আগামী ১৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ সার্ভিসের আওতায় যাত্রী পরিবহনে বিআরটিসির বহরে সারা দেশের বিভিন্ন রুটে ৯০৪টি বাস চলাচল করবে বলে বিআরটিসি সূত্র জানিয়েছে।

সরেজমিন গতকাল দেখা যায়, রাজধানীর গাবতলীর বালির মাঠ সংলগ্ন উত্তরবঙ্গের বাস কাউন্টার ও দক্ষিণাঞ্চলের আন্তঃজেলা টিকেট কাউন্টারগুলোতেও পাওয়া যাচ্ছে না টিকেট। শত শত টিকেট প্রত্যাশী কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন।

গাবতলীর হানিফ, শ্যামলীসহ মাঝারি ও বড় পরিবহনগুলো ইতোমধ্যে ঈদের আগাম টিকেট বিক্রি শেষ করেছে। সেখানকার কাউন্টার কর্তৃপক্ষের ম্যানেজার নিপু জানান, ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছিল আবার ঝড়ের গতিতে শেষও হয়ে গেছে। আগামী ১০ থেকে ১৭ জুন পর্যন্ত আন্তঃজেলাগামী পরিবহনগুলোর কোনো টিকেট পাওয়া যাবে না। সব বিক্রি হয়ে গেছে।

যারা এখনো ঈদে বাড়ি ফেরার টিকেট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে- জানতে চাইলে নিপু জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি ধারণা করে বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ গাড়িসংখ্যা বাড়াতেও পারে। তবে সেটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না। সাধারণত যাত্রীরা টিকেট সংগ্রহ করতে এলে তখনই টিকেট দেওয়া হবে। তবে সেটি কর্তৃপক্ষ নতুন করে বাস সংযুক্ত করার পর।

এদিকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রাজারবাগ, কলাবাগানসহ অন্যান্য এলাকার কাউন্টারগুলোতে ঘুরেও দেখা যায়, অগ্রিম টিকেট সংগ্রহ করতে আসা যাত্রীরা খালি হাতে ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads