• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চলতি বছর চালু হচ্ছে পদ্মা সেতু: অর্থমন্ত্রী

পদ্মা সেতুর চারটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে।

সংগৃহীত ছবি

যোগাযোগ

চলতি বছর চালু হচ্ছে পদ্মা সেতু: অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

চলতি ২০১৮-১৯ অর্থবছরেই সচল হবে পদ্মাসেতু। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বড় প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতুর কাজ অনেকদুর এগিয়েছে। ইতোমধ্যে এ সেতুর চারটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে।

পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বড় প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতুর কাজ অনেকটা এগিয়েছে। ইতোমধ্যে এ সেতুর চারটি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। চলতি ক্যালেন্ডার ইয়ারেই সচল হবে পদ্মাসেতু।’

এর আগে মন্ত্রীসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলতি বাজটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদে প্রবেশ করেন বেলা পৌনে ১টায়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে চলতি অর্থবছরের বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট বক্তৃতা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। বক্তৃতার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads