• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ থেকে তোলা

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় যানজটের প্রভাব কুমিল্লার অংশেও পড়েছে। যানজট নিরসনে হাইওয়ের পুলিশের একাদিক টিম কাজ করতে দেখা গেছে। গজারিয়াংশের প্রায় ৭ কিলো মিটার সড়ক জুড়ে যান জট সৃষ্টির ফলে এরোডের যাত্রীরা দূভোর্গে পড়েছে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় এ রোডে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল অনান্যদিনের চেয়ে বেশী হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

ভবেরচর এলাকার রেন্টেকার চালক জহির উদ্দিন জানান , ঘন্টার পর ঘন্টা রাস্তায়ই সময় ব্যায় করতে হচ্ছে গাড়ি নিয়ে এ যানজটের কারনে নির্ধারিত সময়ের চেয়ে বেশী সময় লাগছে গন্তব্যে পৌছাতে। হাইওয়ে পুলিশের চেষ্টায় বিকালের পর থেকে থেমে থেমে যানবাহন চলছে । আর এ যানজটে বিপাকে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

গজারিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা চট্রগ্রাম মহাসড়কে গজারিয়াংশে যানবাহন চলাচলে চাপ বাড়তে থাকলে চার লেনের যানবাহনগুলো যখন দুইলেনের (মেঘনা) সেতুতে উঠতে যায় তখন যানবাহনগুলোকে ধীরগতিতে সেতুতে উঠতে হয় যার কারনে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । যানজট নিরসনে হাইওয়ের একাদিক পুলিশ কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads