• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আগামী কোরবানির ঈদে সড়কযাত্রা স্বস্তিদায়ক হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

যোগাযোগ

গাজীপুরে ওবায়দুল কাদের

আগামী কোরবানির ঈদে সড়কযাত্রা স্বস্তিদায়ক হবে

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। গাজীপুরের চন্দ্রায় তিনি সাংবাদিকদের জানান, আগামী কোরবানির ঈদে সড়কযাত্রা স্বস্তিদায়ক হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেন অংশে নির্মাণাধীন ২৩টি সেতু দিয়ে গাড়ি চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারত থেকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো হাত নেই এবং এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তিন সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এখানে সরকারের কোনো ভিন্ন ভূমিকা থাকবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাসেকের প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads