• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বাসের অগ্রিম টিকেট বিক্রি ৫ আগস্ট শুরু

বাসের অগ্রিম টিকেট বিক্রি

সংরক্ষিত ছবি

যোগাযোগ

বাসের অগ্রিম টিকেট বিক্রি ৫ আগস্ট শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

দীর্ঘ ছুটিকে মাথায় রেখে ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৫ আগস্ট। সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার ঈদযাত্রা ধরা হয়েছে ১৫ আগস্ট থেকে। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহার সম্ভাব্য দিন ২২ আগস্ট।

সেই হিসেবে ঈদের ছুটি শেষ হচ্ছে ২৫ আগস্ট। তাই ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য ৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

গত ২৭ জুলাই বাস-ট্রাস ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে ঈদুল আজহার অগ্রিম টিকেট বিক্রির এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, ঈদের অগ্রিম টিকেট ৫ আগস্ট থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন ফাঁকা থাকার পরিপ্রেক্ষিতে কাউন্টারগুলো থেকে টিকেট বিক্রি হবে। ১ আগস্ট (আজ) এ সিদ্ধান্ত প্রতিটি দূরপাল্লার বাসের কাউন্টারগুলোকে জানানো হবে।

এদিকে ৮ আগস্ট ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

সূচি অনুযায়ী, ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকেট; ৯ আগস্ট ১৮ আগস্টের; ১০ আগস্ট ১৯ আগস্টের; ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকেট দেওয়া হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। ঈদফেরত অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে।

২৪ আগস্টের ফিরতি টিকেট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads