• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘ক্ষমা চেয়ে লাভ নাই,  নৌমন্ত্রীর পদত্যাগ চাই'

স্লোগান লিখে সড়কে শিক্ষার্থীদের অবস্থান

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

শিক্ষার্থীদের স্লোগানে মুখর রাজপথ

‘ক্ষমা চেয়ে লাভ নাই, নৌমন্ত্রীর পদত্যাগ চাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী গত রোববার বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় সেদিনই বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। সঙ্গে যোগ দিয়েছিল সাধারণ মানুষও। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। আজ বুধবার তারা অবস্থান নেয় মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, ধানম্লি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, কুর্মিটোলা, রামপুরা, বনশ্রী, খিলক্ষেত, ভাটারা, মিরপুরসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সড়কে। এতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। এই আন্দোলন এদিন ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ক্ষমা চেয়ে লাভ নাই, নৌমন্ত্রীর পদত্যাগ চাই'সহ নানা স্লোগানে মুখর করে রাখে রাজপথ। 

স্লোগানের পাশাপাশি বিভিন্ন দাবি ও বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড বহন করে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মুজিব কোট মুজিবকেই মানায়, চামচাদের নয়’, ‘নির্বিচারে হত্যার পর পরিহাসের হাসি কেন’, ‘ঘুরে বেড়ায় অপরাধী, মার খায় প্রতিবাদী’, ‘পুলিশ আঙ্কেল আপনার চা-সিগারেটের টাকা আমি আমার টিফিনের টাকা দিয়ে দিচ্ছি, তাও আপনি ঐসব চালকদের চলতে দিয়েন না’, ‘পুলিশের গাড়ির লাইসেন্স চাই’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’, ‘আম্মুর নির্দেশ গুলি না খেয়ে বাসায় ফিরবে না’, ‘বিবেক তবে কবে ফিরবে’, ‘জনপ্রতিনিধিদের সপ্তাহে অন্তত তিনদিন গণপরিবহণে চলতে হবে’, ‘ওস্তাদ স্পিড বাড়ান, সামনে স্টুডেন্ট আছে’, ‘ফোর জি স্পিড নেটওয়ার্কে নয়, ফোর জি স্পিড বিচার ব্যবস্থা চাই’, ‘স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে, মন্ত্রী সাহেব হাসে’, ‘নয় টাকায় এক জিবি চাই না, নিরাপদ সড়ক চাই’। নানা ধরনের স্লোগান লিখেও সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়া শিক্ষার্থীরা লেখেন, ‘আমার ভাই কবরে, খান কেন বাহিরে’।

শিক্ষার্থীরা বলছে, বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি গ্রুপ খোলা হবে। সেখানেই আন্দোলন-সংগ্রামের সব ঘোষণা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads