• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আজও সড়কে নেই দূরপাল্লার বাস

রাজধানীর গাবতলি বাস টার্মিনাল

সংগৃহীত ছবি

যোগাযোগ

আজও সড়কে নেই দূরপাল্লার বাস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

আজও চলছে না দূরপাল্লার বাস । ঢাকা থেকে ছেড়ে যায় নি দূরপাল্লা ও আন্তজেলার সড়কে পথে চলাচলকারী কোনো বাস। প্রবেশ করতেও দেখা যায় নি আন্তজেলার কোনো বাস। ফলে দুর্ভোগের শেষ নেই সড়কে অপেক্ষমান যাত্রীদের। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘নিরাপত্তাহীনতার’অজুহাতে বৃহস্পতিবার থেকে পরিবহণ মালিক-শ্রমিকদের অঘোষিত এই ধর্মঘট চলছে।

সকালে রাজধানীর মহাখালী, ধানমন্ডি, গাবতলী, ও সায়েদাবাদ বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে। বাস-ট্রাক মালিক সমিতির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, শিক্ষার্থীদের এই আন্দোলনে যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ‘নিরাপত্তাহীনতা’র কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা।

শনিবার সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, আন্তজেলা কিংবা দূরপাল্লার অধিকাংশ বাস স্টপেজ ছেড়ে যায়নি। পরিবহন মালিকদের দাবি ভাঙচুরের আশঙ্কায় পরিবহন রাস্তায় নামানো হয়নি। ফলে অনেকটা বিপাকে পড়েছেন দূরপাল্লা ও রাজধানীর সাধারণ যাত্রীরা।

সায়েদাবাদে বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। বাসের অপেক্ষায় থাকা ফাওজিয়া নামে এক যাত্রী জানান, দুদিন ধরে গ্রামের বাড়ি বগুড়াতে যেতে পারছেন না তিনি। ট্রেনেও টিকিট মিলছে না। রাতে বাস চলাচলের খবরে আজ সকালে গাবতলীতে এসেছিলেন তিনি। এস দেখেন একই চিত্র।

এ বিষয়ে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম গণমাধ্যমকে বলেন, বাস চলাচল বন্ধ রাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না তবুও মালিকরা নিজেদের বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে। তবে তিনি বলেন, আমরা দিনের বেলায় গাড়ি চালাতে পারি না বিধায় রাতে গাড়ি চলে। গত রাতেও আমাদের গাড়ি চলেছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। সড়কে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা সকল গাড়ি চালকদের লাইসেন্সও চেক করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads