• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিআরটিএর অভিযানে ৩৫ মামলা, ২৪ দালালের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত

সংরক্ষিত ছবি

যোগাযোগ

বিআরটিএর অভিযানে ৩৫ মামলা, ২৪ দালালের কারাদণ্ড

  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালানো এ অভিযানে ৩৫টি মামলায় ৭১ হাজার টাকা জরিমানা এবং ২৪ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিবুর রহমানের নেতৃত্বে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি মামলায় ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে মিরপুর-১৩ বিআরটিএ অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ১৬টি মামলায় ২০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।   বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads