• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গাড়ির ফিটনেস ও লাইসেন্স আবেদনের হিড়িক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের সামনের চট্টগ্রাম-হাটহাজারী সড়কে দীর্ঘ যানজট

সংগৃহীত ছবি

যোগাযোগ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়

গাড়ির ফিটনেস ও লাইসেন্স আবেদনের হিড়িক

  • ফরহাদ অভি, চট্টগ্রাম
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের সামনের চট্টগ্রাম-হাটহাজারী সড়কে দীর্ঘ যানজট। কার্যালয়ের ভেতরে প্রবেশ করতেই তিন নম্বর ভবনের সামনে দেখা গেল লাইসেন্স প্রত্যাশীদের দীর্ঘ সারি। অন্যদিকে চলছে গাড়ির ফিটনেস পরীক্ষার কর্মযজ্ঞ। গতকাল সোমবার দুপুর ১২টায় এ চিত্র দেখা যায় বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে।

স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে এমন চিত্র চোখে পড়ে না। নিরাপদ সড়কের দাবিতে দেশ জুড়ে আন্দোলনের পর থেকেই চালকের লাইন্সেস ও ফিটনেস নবায়নের হিড়িক পড়েছে এখানে। বাড়তি চাপ সামলাতে বিআরটিএ কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় সূত্র জানায়, সাধারণত লাইন্সেস আবেদন জমা পড়ে দিনে গড়ে ৯০ থেকে ১০০। গত ৬ আগস্ট থেকে এই সংখ্যা বেড়েছে তিনগুণ। আগে যেখানে গাড়ির ফিটনেস নবায়নের আবেদন জমা পড়ত ২৭০ থেকে ২৮০, সেখানে গত সপ্তাহ থেকে দিনে গড়ে আবেদন জমা পড়েছে ৪৫০ থেকে ৫০০। বাড়তি এ চাপ সামলাতে কিছু উদ্যোগ নিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় বেলা ৩টা থেকে বাড়িয়ে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের টানা অফিস করতে হচ্ছে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সরেজমিন দেখা গেছে, বিআরটিএ কার্যালয়ের ভেতরে ব্র্যাক ব্যাংক শাখার সামনে দীর্ঘ লাইন। মূল ভবনের সামনে ও উত্তর পাশে দেখা গেছে শত শত অপেক্ষমাণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রত্যাশীর সারি। অন্যদিকে কার্যালয়ের ভেতর থেকে বাইরের চট্টগ্রাম-হাটহাজারী সড়ক পর্যন্ত ভিড় ছিল ফিটনেস প্রত্যাশী শত শত গাড়ির।

লাইসেন্সের আবেদন করতে আসা মোহাম্মদ আলাউদ্দিন নামে এক বাসচালক বলেন, দীর্ঘদিন লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়েছি। কয়েক দিন ধরে পুলিশ ও ছাত্ররা লাইসেন্সবিহীন গাড়ি চালাতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে এলাম। আশা করি দ্রুত লাইসেন্স পেয়ে যাব।

চট্টগ্রাম বিআরটিএ’র উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের খবরকে বলেন, গত ৬ আগস্ট থেকে এ কার্যালয়ে লাইসেন্স ও ফিটনেস সনদের আবেদন আগের তুলনায় তিন থেকে চারগুণ বেড়েছে। বাড়তি চাপ সামলাতে কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads