• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘাটে নোঙ্গর করে রাখা হয়েছে ফেরি

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

নাব্য সংকটে লৌহজং চ্যানেল পয়েন্টে ড্রেজিং কাজের জন্য ড্রেজার বসানোর কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর বিকেল ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

 ড্রেজিং কাজের জন্য ড্রেজার বসানোর  কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আগামীকাল থেকে ড্রেজিং এর কাজ করার কথা রয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক গাড়ি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ শাহ মো.বরকতউল্লাহ জানান, লৌহজং চ্যানেল পয়েন্টে ড্রেজিং কাজের জন্য ড্রেজার বসানোর কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ড্রেজিং এর কাজ করার কথা রয়েছে।  শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক গাড়ি।

উল্লেখ্য,এর আগে অনেক দিন ধরে পদ্মার তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে ১৯টি ফেরির মধ্যে এ নৌরুটে প্রায়ই ৩/৪ টি ফেরি চলাচল করতো। নাব্যতা সংকট এবং তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে ফেরি চলাচল করতে হতো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads