• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সব টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন

যোগাযোগ

সব টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে দেশের সব টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গত শনিবার রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।

সম্প্রতি রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। সারা দেশের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে। শিক্ষার্থীদের সেই আন্দোলনে একাত্ম ঘোষণা করে রাজপথে তাদের পাশে ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত শ্রমিকদের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়ন করা হয় বলে অভিযোগ নেতাদের। তাই ওই সমাবেশ থেকে অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ওই সমাবেশের প্রধান অতিথি ওসমান আলী বলেন, আমরাও চেয়েছিলাম সড়ক নিরাপদ হোক। তাই ইলিয়াস কাঞ্চনের সব কর্মসূচির প্রতি পরিবহন সেক্টরের মানুষের সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিক শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশের সব বাস টার্মিনালে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে সমাবেশে সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবি মেনে নিতে সরকারকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় সারা দেশে লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads