• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রৌ-রৌ ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রৌ-রৌ ফেরি চলাচল বন্ধ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে রো-রো (বড়) ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে গাড়ির দীর্ঘ সাড়ি, যাত্রী দুর্ভোগ চরমে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে পাটুরিয়া -দৌলতদিয়া নৌ পথে রৌ-রৌ (বড়) ফেরি চলাচলা বন্ধ রয়েছে। বন্ধের কারণ জানা যায়নি, কোন কর্মকর্তাকেউ পাওয়া যাচ্ছেনা। এ নৌ রুটে শুধু ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটে সরজমিনে ঘুরে দেখা গেছে, রৌ-রৌ ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল অামিন, শাহ পড়ান, এনায়েতপুরি, খানজাহান অালী, ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা, শাহ পড়ান, ভাষা শহীদ বরকত পাটুরিয়া ঘাটে নৌঙর করে থাকতেে দেখা গেছে। ফলে দুই পাড়েই যাত্রীবাহি জানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া প্রান্তে ঘাট থেকে আড়পাড়া পর্যন্ত ৫ কিলোমিটার এবং দৌলতদিয়া প্রান্তে ৩ কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন পড়ে। রাতে অাসা নৈশ কোচগুলোকে বুধবার সকাল ৮টার পর পার হতে দেখা গেছে। ফলে ফেরি পার হতে অাসা দক্ষিন পশ্চিমাঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads