• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নড়াইল শেখ রাসেল সেতুর উদ্ধোধন

নড়াইল শেখ রাসেল সেতু

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

নড়াইল শেখ রাসেল সেতুর উদ্ধোধন

  • এস এম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

নড়াইলবাসীর প্রত্যাশিত চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’র উদ্বোধন করলেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টারয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করলেন। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

এ সময় নড়াইলের নবাগত জেলা প্রশাসক আঞ্জুমান আরা বেগম এর সভাপতিত্বে নড়াইল- ২ আসনের সাংসদ সদস্য এ্যাড, শেখ হাফিজুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, সোহরাব হোসেন বিশ্বাস,পুিলশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সুবাস চন্দ্র বোস,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দারসহ প্রশাসনের কর্মকর্তাও জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নড়াইল এলজিইডি নড়াইল অফিস সূত্রে জানা গেছে, নড়াইলবাসিদের দাবির প্রেক্ষিতে নড়াইল শহরের ফেরিঘাটে চিত্রা নদীর ওপর সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে ২৯ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ৩০ এপ্রিল সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ১৪১ মিটার দৈর্ঘ্য মূল সেতুর বাইরে দু’পাশে ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্টের দৈর্ঘ্য ২৩৮ মিটার। সেতুর প্রস্থ ১৮ ফুট। দুই পাশে অ্যাপ্রোচ সড়ক ৪৩১ মিটার।

সেতু নির্মাণ কাজের সময়সীমা ২০১৭ সালের জুন পর্যন্ত থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমবিইএল-ইউডিসি সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের তিনমাস আগেই শেষ করে । পরে তা স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধন না করেই ২০১৭ সালের ২৬ মার্চমাসে জনগনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। নড়াইল শেখ রাসেল সেতুর কল্যানে নড়াইলের উন্নয়নের গতি বাড়ল। সেতুটি নির্মানের কারণে জেলা শহরের সাথে যোযোগের এক বিপ্লব ঘটেছে । ব্যবসা বানিজ্যে রাতারাতি প্রসার ঘটবে। কালিয়া ও লোহাগড়া উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার লোকজন খুব সহজেই জেলা শহরে আসা -যাওয়া এবং পণ্য আনা নেওয়া করতে পারবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads