• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উদ্বোধনের অপেক্ষায় খুলনা রেলওয়ে স্টেশন

উদ্বোধনের অপেক্ষায় খুলনা রেলওয়ে স্টেশন

ছবি : সংগৃহীত

যোগাযোগ

উদ্বোধনের অপেক্ষায় খুলনা রেলওয়ে স্টেশন

  • এ কে হিরু, খুলনা
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে যেকোনো দিন উদ্বোধন করা হবে এটি। প্রতিষ্ঠার ১৩৪ বছর পর নতুনভাবে সেজেছে এ রেল স্টেশন। এখানে আধুনিকতার সব ছোঁয়া থাকায় বেজায় খুশি খুলনাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে খুলনায় প্রথম ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ১৮৭৯ সালে খুলনায় রেলস্টেশন নির্মাণের কাজ শুরু হয়। সেই পুরনো খুলনা রেল স্টেশন বদলে ২০১৫ সালের এপ্রিলে শুরু হয় ‘রি-মডেলিং অব খুলনা স্টেশন অ্যান্ড ইয়ার্ড’ প্রকল্পের কাজ। কথা ছিল ২০১৬ সালের অক্টোবর মাসে শেষ হবে এর নির্মাণকাজ। কিন্তু তিন দফা সময় বাড়িয়ে নির্মাণকাজ শেষ হয়েছে গেল সেপ্টেম্বর মাসে। স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোসাব্বির হক বিপ্লব জানান, জায়গা পেতে দেরি, নির্মাণাধীন প্ল্যাটফর্মের ছাদে ফাটল, প্রকল্প এলাকার বস্তি উচ্ছেদ এবং অতিবৃষ্টির কারণে কাজ শুরু করতে দেরি হয়। এতে প্রকল্পের সময়কাল বেড়ে যায়। 

বাংলাদেশ রেলওয়ে খুলনার জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, খুলনা রেলওয়ে স্টেশনটি নির্মিত হয়েছে উন্নত বিশ্বের আদলে। এখানে আছে দৈনন্দিন সকল সুযোগ-সুবিধা। তিনতলা বিশিষ্ট স্টেশনটির প্রথম তলায় ৬টি টিকেট কাউন্টার, নারী-পুরুষের জন্য আলাদা ওয়েটিং রুম, স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টারের রুম, রেস্টুরেন্ট ও সম্মেলন কক্ষ। দ্বিতীয় তলায় তফসিলি ব্যাংকের শাখা ও রেল কর্মকর্তাদের জন্য আলাদা কক্ষ রয়েছে। তৃতীয় তলায় রয়েছে রেস্ট রুম ও নামাজের ঘর। প্রায় ৬০ থেকে ৭০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ রয়েছে ড্রেনেজ ব্যবস্থা, বাউন্ডারি ওয়াল, স্যানিটারি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পিএবিএক্স চ্যানেল, সিসি কামেরা ও ফুলের বাগান। তিনটি প্ল্যাটফর্মে একসঙ্গে ৬টি ট্রেন স্টেশনে প্রবেশ ও বের হতে পারবে। প্রায় ১০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে নতুন প্ল্যাটফর্ম থেকে। খুলনা-যশোর মহাসড়কের পাশেই স্টেশনের প্রধান গেট। স্টেশন ভবনের আকার দৈর্ঘ্য ৪৮ মিটার ও প্রস্থ ৪৫ মিটার এবং প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১২০০ ফুট ও প্রস্থ ৩০ ফুট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads