• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে শ্রমিক ফেডারেশন

সংগৃহীত ছবি

যোগাযোগ

দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবি ২৭ অক্টোবরের মধ্যে না মানলে সারা দেশে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

আজ শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় ওসমান আলী বলেন, ৪৮ ঘণ্টার ধর্মঘটে দাবি আদায় না হলে ৯৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। তাতেও দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হবে। সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু।

উল্লেখ্য, শ্রমিক সমাবেশ থাকায় আজ সকাল থেকে সিলেট থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads