• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ধর্মঘটের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

মানচিত্রে চট্টগ্রাম

সংগৃহীত ছবি

যোগাযোগ

ধর্মঘটের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে বাস চলাচল বন্ধ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। সোমবার সকালে নগরীর বিভিন্ন স্থানে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করতে দেখা গেছে। আগের দিনের মত রাস্তায় হিউম্যান হলার ও টেম্পু থাকলেও আজ সেসববের সংখ্যাও নগরর‌্য। ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশার সংখ্যাই বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার এই ‘কর্মবিরতি’ শুরু হয়। দ্বিতীয় দিনেও সারা দেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস বন্ধ থাকার সুযোগে ছোট যানগুলোর চালকেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন। ফলে নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা লোকজন বাস দেখলেই তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকে আবার বাস না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দেন। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি করেছে। এদিকে গণপরিবহন চলাচল না করায় অ্যাপস রাইড শেয়ারিংয়ের চাহিদা বেড়েছে। অনেকে উবার ও পাঠাও সার্ভিসের মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে গন্তব্যে যাচ্ছেন। তবে চাহিদা বেশি থাকায় অ্যাপসেও পর্যাপ্ত বাইক ও কারের দেখা মিলছে না বলে জানান অনেকে।

গত ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর সারা দেশে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা সড়ক পরিবহন আইন পাস করে।

কিন্তু ওই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো বাতিলের দাবি তুলেছে পরিবহন শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads