• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নাটোর-রাজশাহীর বাস চলাচল বন্ধ

মানচিত্রে নাটোর

সংগৃহীত ছবি

যোগাযোগ

নাটোর-রাজশাহীর বাস চলাচল বন্ধ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

শ্রমিক লাঞ্ছিত ও রাজশাহীর সাথে অভ্যন্তরীন বিরোধের  কারণ দেখিয়ে নাটোর থেকে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিকরা। আজ শুক্রবার সকাল থেকে নাটোর থেকে রাজশাহী রুটে  বাস যেতে দেওয়া হচ্ছে না। এদিকে আকস্মিক বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সব শ্রেণীর মানুষ। সকাল থেকে বাসস্ট্যান্ড ও টার্মিনালে গিয়ে বাস না পেয়ে অনেকে ফিরে গেলেও অফিসগামী মানুষ, রোগী, শিক্ষক-শিক্ষার্থীরা পড়েন চরম বিপাকে। শ্রমিক নেতারা জানান, পরিবহণ শ্রমিক নির্যাতন ও রাজশাহীতে বাসের চেইন নিয়ে বিরোধের কারণে এর আগে টানা ১৬ ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাতে বাস মালিক এবং শ্রমিক সমিতি নাটোর থেকে সকল রুটে বাস ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়। তবে শুক্রবার সকাল থেকে অন্যান্য জেলার সাথে বাস চলাচল শুরু হলেও শুধুমাত্র রাজশাহী অভিমুখে কোনো বাস ও অন্য কোনো যান ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না। অন্যান্য জেলা থেকে আসা বাস নাটোর টার্মিনামে এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রাজশাহীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘শুক্রবার ক্লাস মিস করা মানে এক বছর পিছিয়ে যাওয়া। সিরাজগঞ্জ থেকে আসলাম কোনো সমস্য  হয় নাই, নাটোরে আসার পর ছোট-বড় সব ধরনের গাড়ী রাজশাহী অভিমুখে বন্ধ করে রাখা হয়েছে’।

রমেনা বেগম নামে অপর এক যাত্রী বলেন, ‘বগুড়া থেকে নাটোর আসার পর গাড়ী থেকে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে। এখন আমি ছোট -ছেলে মেয়েদের নিয়ে কিভাবে যাব? কোন গাড়ীতো রাজশাহীতে যেতে দিচ্ছে না’।

এ ব্যাপারে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বক্তব্য দিয়েছে।  নাটোর জেলা বাস ও মিনি বাস বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, এটি তাদের ব্যাপার নয়, সম্পূর্ণ শ্রমিকদের বিষয়। শ্রমিকরা আমাদের সম্মতি দেওয়ার পরে গাড়ি চলাচল সকাল থেকে শুরু হয়েছে ।

আগমনী পরিবহনের বাস চালক আলম বলেন, ‘বগুড়া থেকে নাটোর পৌছার পর আধা ঘন্টা গাড়ী আটকে রেখে সব যাত্রী নামিয়ে দিচ্ছেন। রাজশাহীগামী বাস যেতে দেওয়া হচ্ছে না’।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোজাম্মেল হোসেন জানান, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যানচলা চলে কোনো  বাধা দেওয়া হচ্ছে না। তবে মহাসড়কে থ্রি-হুইলারসহ কোন ধরণের অবৈধ যান চলতে দেওয়া হবে না।

এ ব্যাপারে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা  হলে তিনি জানান, ধর্মঘট তুলে নেওয়ার পরেও কেন রাজশাহীতে সকল যান বন্ধ রাখা হয়েছে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads