• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে ২০ কিলোমিটার যানজট

মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে যানজটে ভোগান্তি চরমে

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে ২০ কিলোমিটার যানজট

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আটকে আছে শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি। গত ২৪ ঘন্টার মতো বৃহস্পতিবার দুপুরেও দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে। তবে এই যানজট সৃষ্টির কারণ গাড়ির ধীরগতি। আর এই ধীরগতির কারণ হিসেবে নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতু।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন দ্বিতীয় গোমতী, মেঘনা ও কাঁচপুর সেতুর কারণে এ মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা। মঙ্গলবার রাত থেকে মেঘনা সেতুর উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম জানান, দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট অব্যাহত থাকলেও তাহা স্থায়ী হচ্ছে না। গোমতী ও মেঘনা সেতু এলাকায় টোল আদায় ও বিকল্প সেতু নির্মাণের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করা যায় বিকেল নাগাদ যানজট নিরসন হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads