• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মনোহরগঞ্জের খরখরিয়া সেতুর বেহাল দশা

কুমিল্লার মনোহরগঞ্জে লক্ষণপুর ও বাইশগাঁও মধ্যবর্তী স্থানে ডাকাতিয়া নদীর উপর নির্মিত হওয়া খরখরিয়া সেতুটির মাঝখানে গর্ত থাকায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী

ছবি : প্রতিনিধি

যোগাযোগ

মনোহরগঞ্জের খরখরিয়া সেতুর বেহাল দশা

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ও বাইশগাঁও ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ডাকাতিয়া নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত সেতুর মধ্যখানে গর্ত থাকায় যানচলাচলে দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৬শে আগষ্ট কুমিল্লা জেলার ১৬তম উপজেলা হিসেবে ১১টি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলা ঘোষনা করা হয়। ২০০১ সালে তৎকালীন বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ঐ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সেতুটি নির্মাণ কাজ শেষ হলে উদ্ভোধন করেন। কিন্তু সেতুটিতে প্রয়োজন অনুযায়ী রড সিমেন্ট পর্যাপ্ত পরিমানে ব্যবহার না করায় সেতুটির মাঝখানে গর্তে পরিনত হলে যানচলাচল ও এলাকার জনসাধারণের যাতায়াত ব্যবস্থা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

এ ব্যাপারে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার জানান, সেতুটি পূন:নির্মাণ করা হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads