• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ট্রেনে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত যাওয়া যাবে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

সংগৃহীত ছবি

যোগাযোগ

ট্রেনে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত যাওয়া যাবে : রেলমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৯

দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রবিবার দুপুর একটায় নগরের সিআরবি জিএম কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে হাইস্পিড ট্রেন প্রকল্পটি চালু হলে নন স্টপে ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরো জানান, দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রুটে হাইস্পিড ট্রেন প্রকল্পটি চালু হলে নন স্টপে ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads