• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সেতু ভেঙ্গে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

সেতু ভেঙ্গে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০১৯

শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার ভোর রাতে নালিতাবাড়ী-শেরপুর প্রধান সড়কে যাতায়াতের বেইলি সেতুর ওপর অতিরিক্ত বালু বোঝাই ট্রাক নিয়ে সেতুটি ভেঙ্গে নিচে পড়ে যায়। এ পথে সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পথচারি ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থেকে শেরপুরে প্রধান সড়কের পৌরসভার কালিনগর এলাকায় দুধুুয়ারখালের ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ চলছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের দায়িত্ব পায় এমএম বিল্ডার্স ও জামান কন্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত সেপ্টেম্বর মাসে সেতুর নির্মাণের কাজ শুরু করার আগে ঠিকাদারী প্রতিষ্ঠান চলাচলের জন্য পাশ দিয়ে বিকল্প হিসেবে ৪০ মিটার দৈর্ঘ্যরে বেইলি সেতু স্থাপন করে। সেতুর দুই পাশের সড়কে ৫ টনের বেশি অতিরিক্ত মালবহন করা নিষেধ করে সাইনবোর্ড ঝুলানো হয়।

বৃহস্পতিবার ভোর রাতে ১০ চাকার বালু বোঝাই একটি ট্রাক বেইলি সেতুর ওপর দিয়ে যেতে চাইলে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আবদুল খালেদ ট্রাকটিকে বাধা দেন। চালক কথা না শুনে জোড়র্পূবক সেতুর ওপর ট্রাক তুলে দেন। মুহুর্তেই বালু বোঝাই ট্রাকটি বেইলি সেতু ভেঙ্গে নিয়ে নিচে পড়ে যায়। 

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরির্দশন করে বাংলাদেশের খবরকে বলেন, বেইলি সেতু পুর্ননির্মাণ করতে ৮/১০ দিন সময় লাগবে। শুধু পথচারিদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে ক্ষতিপুরণসহ ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় ইসমাইল হোসেন বলেন, প্রায় ৪০ টন ওজনের বালু বোঝাই ট্রাকটি জোড় করে বেইলি ব্রীজের ওপর উঠিয়ে দেয়। এতে সেতুর ধারণ ক্ষমতা নিতে না পারায় ভেঙ্গে পড়ে। এখন হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত বিকল্প সেতু ব্যবস্থা করার কথা বলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads