• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
স্বপ্নের ভুলতা ফ্লাইওভার উদ্বোধন আজ

ভুলতা ফ্লাইওভার

ছবি : সংগৃহীত

যোগাযোগ

স্বপ্নের ভুলতা ফ্লাইওভার উদ্বোধন আজ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

রূপগঞ্জবাসীর স্বপ্নের ভুলতা ফ্লাইওভার চালু হচ্ছে আজ। এশিয়ান হাইওয়েতে থাকা এই ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ফ্লাইওভারটি। চার লেনের তৃতীয় তলার ভুলতা ফ্লাইওভার ছিল সরকারের একটি মেগা প্রকল্প।

স্থানীয়রা বলেন, এটি চালু হলে এলাকার যানজট দূর হবে। কমবে সাধারণ মানুষের ভোগান্তিও।

তারা জানান, রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘গাউছিয়া মার্কেট’। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সংযোগস্থল হওয়ায় এখানে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। ভুলতা ফ্লাইওভারের একপাশ খুলে দেওয়া হলে এখানে যানজট কমে যাবে। এতে সারা দেশের সঙ্গে এ উপজেলার যাতায়াতে গতি বাড়বে।

পরিবহন শ্রমিকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এক ঘণ্টার পথ যেতে সময় লাগে তিন ঘণ্টা। ভুলতা ফ্লাইওভারের কাঞ্চন-মদনপুর লেনের উদ্বোধন হলে যানজট অনেকাংশে কমে যাবে। পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রাম ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ঢাকা হয়ে ময়মনসিংহসহ উত্তর-পশ্চিমাঞ্চলে যাতায়াত-পণ্য পরিবহন দ্রুত, সহজ ও নিরাপদ হবে।

জানা গেছে, যানজট নিরসনে বর্তমান সরকার ২০১৫ সালের অক্টোবর মাসে ভুলতা ফ্লাইওভারটি নির্মাণে চুক্তি স্বাক্ষর করে। প্রথমে ২৪০ কোটি টাকা ব্যয়ে ৪ লেনের এই ফ্লাইওভারে কাজ শুরু হয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে এর নির্মাণের কাজ পেয়েছিল চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোং, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও এএম বিল্ডার্স।

চার লেনবিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য ১.২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভারের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণ ব্যয় ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় ধরা হয় সাড়ে ৭ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় প্রকল্পটির মেয়াদ ১ বছর বাড়ানো হয়। একই সঙ্গে গত বছরের ৮ আগস্ট ফ্লাইওভারটি নির্মাণে আরো ৫৮ কোটি ৫১ লাখ ২০ হাজার ৪৮৬ টাকা খরচ বাড়ায় মন্ত্রিসভা কমিটি।

এদিকে ভিডিও কনফারেন্সে একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলক্ষ্যা নদীর ওপর নবনির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতুও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরই এটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

জাপান উন্নয়ন সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারিতে কাঁচপুর দ্বিতীয় সেতু, মেঘনা দ্বিতীয় সেতু ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। বিদ্যমান সেতুগুলোকে সংস্কারের জন্য তিন সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়।

কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান জানান, চার লেনের কাঁচপুর দ্বিতীয় সেতুটির ভিত্তি কংক্রিটের ঢালাইয়ের। পাঁচটি পিলারের ওপর ছয়টি স্প্যানে নির্মিত সেতুটি স্টিল গার্ডারের। ১০০ বছরের স্থায়িত্বে নির্মিত সেতুটির প্রধান ঠিকাদার যৌথভাবে জাপানি চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি, শিমিজু, জেএফআই ও আইএইচআই।

তিনি আরো জানান, সেতুর উপ-ঠিকাদার বাংলাদেশের মীর আকতার হোসেন গ্রুপ। মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১ হাজার ৩০০ কোটি টাকা। ব্যয়ের ৭৫ ভাগের জোগান দেয় জাইকা। ২৫ ভাগ অর্থ ব্যয় করে বাংলাদেশ সরকার। এ সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর অংশ যানজটমুক্ত হবে।

এছাড়া আগামী জুনের আগেই দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু দুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরই মধ্যে দ্বিতীয় মেঘনা সেতুর ৮৫ ভাগ, দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর কাজ ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে।

এ ব্যাপারে পাটমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, চার লেনবিশিষ্ট তিন তলা ফ্লাইওভারটির এশিয়ান হাইওয়ে (বাইপাস) কাঞ্চন-মদনপুর সড়কের ফ্লাইওভারটির পুরো সম্পন্ন হয়েছে। আজ শনিবার কাঞ্চন-মদনপুর সড়কের ফ্লাইওভারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ফ্লাইওভারটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই সেটিও উদ্বোধন করা হবে।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী বলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় মানুষের ভোগান্তি লাঘবে ভুলতা ফ্লাইওভারটি হয়েছে। এটি উন্মুক্ত হলে আশপাশের মানুষসহ কয়েকটি জেলার মানুষের ভোগান্তি কমে আসবে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা বলেন, ভুলতা ফ্লাইওভারটি উদ্বোধন হলে গাউছিয়াতে যে যানজট হয় সেটাও নিরসন হবে। গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারটির উদ্বোধন হলে মহাসড়কে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। তখন সারা দেশের মানুষ তার সুফল ভোগ করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads