• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নবম স্প্যান বসছে না আজ

নবম স্প্যান বসছে না আজ

সংগৃহীত ছবি

যোগাযোগ

পদ্মা সেতু

নবম স্প্যান বসছে না আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

পদ্মা সেতুতে নবম স্প্যান যুক্ত হওয়ার কথা থাকলেও স্প্যানটি বসছে না আজ।

আজ বৃহস্পতিবার সকাল হতে নবম স্প্যান বসানোর কাজ শুরু হওয়ার কথা থাকলেও ক্রেন পরিবহন জাহাজটি নোঙর করতে না পারায় স্প্যানটি বসছে না। সেতুর প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন পদ্মা

আব্দুল কাদের বলেন, স্প্যান ক্রেনে নোঙর করার জটিলতা থাকায় আজ (২১ মার্চ) বসানো হচ্ছে না পদ্মাসেতুর নবম স্প্যান। পরিকল্পনা মোতাবেক আজ বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর নবম স্প্যানটি বসানোর কথা থাকলেও স্প্যানটি নোঙর করার জটিলতা দেখা দিলে বসানো হচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) সকালে বসানো হবে।

এর আগে, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওর্য়াকশপ থেকে ‘৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান জাহাজ। এটি জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৪ নম্বর খুঁটিতে বসানো হবে।

সেতু সূত্রে জানা গেছে, সেতুর মোট পিলার ৪২টি, এর মধ্যে ২১টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যান বসানো হয়েছে ৮টি, বাকি আছে ৩৩টি। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads