• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
১৩ কিলোমিটার তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তীব্র যানজট

ছবি : সংগৃহীত

যোগাযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৩ কিলোমিটার তীব্র যানজট

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০১৯

যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মূলত মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এ যানজট দেখা যায়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখিরমোড় পর্যন্ত এ যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ যানজটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এসআই ফিরোজ আরো বলেন, কাঁচপুর ব্রিজ এলাকায় গার্ডারের কাজ এবং সকাল থেকে দু’টি বড় পণ্যবাহী গাড়ি মেঘনা সেতুতে বিকল হয়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান এসআই ফিরোজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads