• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
“‘ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করছে আইন শৃঙ্খলাবাহিনী”

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম) সভাপতিত্বে নিরাপত্তা নিশ্চিত করন বিফ্রিং অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

“‘ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করছে আইন শৃঙ্খলাবাহিনী”

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা করার জন্য আইন শৃঙ্খলাবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এখান দিয়ে আমাদের শ্রমিক ভাই-বোনরা তাদের বেতন-বোনাস নিয়ে নিরাপদে যেন বাড়িতে যেতে পারে। তাদের যেন কোনরকম ক্ষতি না হয়, সেজন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন।

আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ঈদুল ফিতর উপলক্ষে- যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বিফ্রিং অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এখান দিয়ে টাকা-পয়সা নিয়ে লক্ষ লক্ষ লোকের ঘরে ফেরা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার নির্মাণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। এর ফলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। আগে এখানে যেতে তিন ঘন্টার নিচে আসা যেতো না।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম) সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ শাফি, গাজীপুর হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, রাসেল শেখসহ প্রশাসনিক কর্মকর্তারা।

ব্রিফিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ঈদের মাত্র কয়েকদিন আছে। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো বিন্দুমাত্র কোন অনিয়ম আর কোন ধরণের জ্যাম, কোন ধরণের হয়রানি, কোনো চাঁদাবাজি লক্ষ্য করিনি। আমরা নিজেরা দিনে-রাতে ২৪ ঘন্টা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশের পক্ষ থেকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads