• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

যোগাযোগ

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার দেড় ঘণ্টা পর আবারও চালু করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা থেকে সদরঘাটে সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ সকাল সাড়ে ১০টায় চলাচল সাময়িক বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দেড় ঘণ্টার পর দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। মূলত সে কারণে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এদিকে সকাল থেকেই সদরঘাটে ঈদে ঘরমুখী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। লঞ্চে জায়গা পেতে অনেকেই ফজরের নামাজ পড়েই ছুটে চলছেন সদরঘাটে। তবে লঞ্চ বন্ধ হওয়ার খবরে অনেক যাত্রীই আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads