• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 শিমুলিয়া ঘাটের প্রস্তুতিতে সন্তুষ্ট নৌ-প্রতিমন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

শিমুলিয়া ঘাট

শিমুলিয়া ঘাটের প্রস্তুতিতে সন্তুষ্ট নৌ-প্রতিমন্ত্রী

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আসন্ন ঈদে ঘাটের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়াঘাট পরিদর্শন শেষে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আসন্ন ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

মাওয়া ঘাটের সিসি ক্যামরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, এবার ঈদে দূর্ভোগের পরির্বতে আনন্দ মুখর পরিবেশে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল আলম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার ওসি মনির হোসেন প্রমুখ।

প্রতিমন্ত্রী এ সময় ফেরি, লঞ্চ, স্পীডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads