• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দেশের মহাসড়কগুলো যানজট মুক্ত করা হয়েছে: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফাইল ছবি

যোগাযোগ

দেশের মহাসড়কগুলো যানজট মুক্ত করা হয়েছে: ওবায়দুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মহাসড়কগুলো যানজট মুক্ত রেখে ইতিহাসের সবচেয়ে ভাল অবস্থায় উপনীত করেছি।

আজ রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং সেন্টার উদ্বোধনকালে একথা বলেন।

ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফেরার পর আজ প্রথম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন ভবন উদ্বোধন ও পরিদর্শনকালে আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘অনিবার্য মৃত্যুর কবল থেকে মানুষের ভালবাসায় ফিরে এসেছি। সৎ কাজ করলে মানুষ স্বীকৃতি দেয়, আমি সে স্বীকৃতি পেয়েছি।’

‘সরকার মেগা দুর্নীতিবাজ’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ভূতের মুখে রাম নাম মানায় না। তারাই প্রমাণিত দুর্নীতিবাজ। তারা তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে অভিন্ন নদী সমস্যা, ছিটমহল ও সীমান্ত সমস্যার সমাধান হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads