• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
দ্বিগুণ যানবাহন পারাপার হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

দ্বিগুণ যানবাহন পারাপার হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০১৯

দৌলতদিয়া-পাটুরিয়া দেশের গুরুত্বপূর্ণ নৌপথ। ব্যস্ততম এই নৌপথ দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যানবাহনে লাখ লাখ মানুষ যাতায়াত করে। ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের চাপে বর্তমানে তার পরিমাণ দ্বিগুণেরও বেশী।

বিআইডব্লিটিসি ও বিআইডব্লিটিএ সূত্র জানায়, স্বাভাবিক সময়ে এ নৌপথ দিয়ে প্রতিদিন গড়ে ৩ হাজার যানবাহন পারাপার করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে এ সংখ্যা ৭ হাজারের বেশী। এছাড়া অন্যান্য সময় এই নৌপথে ২২টি লঞ্চ চলাচল করে। তবে ঈদ উপলক্ষে আরো ১২টি লঞ্চ বাড়িয়ে বর্তমানে চলাচল করছে ৩৪টি লঞ্চ। এতে প্রতিদিন লঞ্চেই পার হচ্ছে ৪০ হাজারেরও বেশি মানুষ।

সোমবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটে ছিলো উপচে পড়া ভীড়। তবে ছিলো না তেমন কোনো ভোগান্তি। যাত্রীরা জানান, ভোগান্তি ছাড়াই ঢাকা থেকে ফিরতে পারছেন তারা। পথে পথে এ বছর নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত বিআইডব্লিটিএ’র সুপারভাইজার মোফাজ্জেল জানান, এর আগের ঈদগুলোর চেয়ে এ বছর ভোগান্তি কমাতে একটু আলাদা কর্মপরিকল্পনা করা হয়েছে। এ বছর আমরা নিজেরা লঞ্চ তদারকি করছি। কোনো লঞ্চে বাড়তি যাত্রী যাতে না নিতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত রয়েছে। পাটুরিয়া থেকে দৌলতদিয়া এসে কোনো লঞ্চে যাত্রী না হলেও এক মিনিট ও বসে থাকার সুযোগ নেই। সঙ্গে সঙ্গে যাত্রী আনার জন্য ওপারে পাঠানো হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) সফিকুল ইসলাম জানান, নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে ৬টি ঘাট সচল রাখা হয়েছে। এছাড়া ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে চার শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads