• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা

কুলাউড়া উপজেলার বিলের পার গ্রামের রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন স্থানীয় যুবকরা

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

কুলাউড়ায় সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

অল্প বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া কুলাাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ বিলেরপার গ্রামে ১ কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে গ্রামের যুবকরা। ফলে এলাকার শতশত মানুষের চলাচলে কষ্ট অনেকটাই লাঘব হবে।

কার্দমাক্ত সড়কে গ্রামের বৃদ্ধ, নারী, শিশু, স্কুল-কলেজ পড়‍ুয়াসহ সকল মানুষের চলাচলে অসুবিধা দেখে এলাকার যুবকরা স্বেচ্ছায় এ রাস্তা সংস্কারে নামেন।

রাস্তাটি নছিরগঞ্জ থেকে শমশেরনগর রাস্তার দেওছড়ার বালিঘাট এলাকা থেকে চাতলাপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারণে গ্রামের শত শত মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। মানুষের দুর্ভোগ লাঘবে দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদ কমিটিসহ এলাকার যুবকরা মিলে রাস্তাা সংস্কার কাজে অংশ নেয়।

বিলেরপার গ্রামের বাসিন্দা দক্ষিণ বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদের সভাপতি মো. জয়নাল আবেদীন, সম্পাদক আব্দুল কুদ্দুছ, মাসুক মিয়া, আব্দুল আলী ডুকল, রহমত মিয়া, মোশাইদ আলী, রুশন আলী, মোজাইদ আলী, মিনার আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল বাছিত, ফরিদ মিয়াসহ অংশগ্রহনকারী এলাকার লোকজন জানান, ২৭ বছরেও এ রাস্তায় ৩ থেকে ৪ বার মেরামত ও সংস্কারের কাজ হলেও গত ৩ বছরে সরকারি বরাদ্ধে কোন কাজ হয়নি।

উক্ত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিদের মৌখিক ভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। অথচ সরকারে টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্ধ করা হলেও তা গ্রামীণ রাস্তাা সংস্কারের ক্ষেত্রে কোন উপকারে আসছে না। প্রকল্প আছে কাগজে কলমে বাস্তবে নেই। তাই গ্রামের যুবক ও সাধারণ মানুষ প্রতিবছর স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করে আসছে।

৯নং ওয়ার্ড সদস্য গোলজার আহমদ জানান, আগামীতে সরকারী কোন বরাদ্ধ আসলে এ রাস্তায় কাজ করানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads