• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে আটকা ৮০০ যানবাহন

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

তীব্র স্রোত ও ফেরি সংকটে পারাপার ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে আটকা ৮০০ যানবাহন

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৯

পদ্মা-যমুনা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ- রুটে ৩ দিন ধরে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত যানবাহন। আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট মিলে নদী পারের অপেক্ষায় মহাসড়কে আটকে আছে প্রায় আটশ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সংখ্যাই বেশি। এদের মধ্যে অনেক যানবাহন দুই দিনেও ফেরি উঠতে পারেনি।

ঘাট সংশ্লিষ্টরা জানান, সোমবার থেকে কয়েক দফায় ভারী বর্ষণের কারণে ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়ক পিচ্ছিল হয়ে ফেরিতে যানবাহন ওঠা নামায় ব্যাঘাত ঘটছে। তাছাড়া পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোত ও পাটুরিয়া ঘাটের কাছে প্রায় এক কিলোমিটার চ্যানেল ঘুরে ঘাটে পৌছাতে প্রতিটি ফেরির ১০-১৫ মিনিট সময় বেশী লাগছে। রুটের ২০টি ফেরির মধ্যে ৫টি রোরো (বড়) ফেরিই বর্তমানে সংস্কারের জন্য দুই সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। সর্বশেষ সোমবার রোরো ফেরি শাহ মখদুমকে সংস্কারের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়। রুটে অবশিষ্ট রয়েছে মাত্র ১৫টি ফেরি। এর মধ্যে আবার বনলতা নামক ইউটিলিটি ফেরিটি সোমবার থেকে বিকল হয়ে স্থানীয় কারখানায় মেরামতে আছে।

বুধবার বিকেলে সরেজমিন দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে প্রায় ৩ কিমি জুড়ে দুই সারিতে অন্তত ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস মহাসড়কে আটকে আছে। তবে যাত্রীবাহী বাস ও অন্যান্য জরুরি যানবাহনগুলোকে দ্রুত সময়ের মধ্যে ফেরিতে ওঠার সুযোগ করে দিচ্ছে ট্রাফিক পুলিশ। পাটুরিয়া ঘাটেও অন্তত তিনশ ট্রাক ও অর্ধশত বাস আটকে রয়েছে।

সিরিয়ালে আটকে থাকা ট্রাক চালকের সহযোগী আসাদ মিয়া, আফজাল হোসেন জানান, তারা মঙ্গলবার বিকেলে ঘাটে এসে সিরিয়ালে আটকে পড়েছেন। এ দীর্ঘ সময় সিরিয়ালে থেকে এখনো ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দুরে আছি। আজও হয়তো ফেরির নাগাল পাবো না। দীর্ঘ সময়ে আটকে থেকে আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রণি জানান, বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র স্রোতের পাশাপাশি ফেরি সংকট দেখা দেওয়ায় ঘাট এলাকায় যানবাহন আটকা পড়ছে। মেরামতে থাকা বনলতা ফেরিটি আজ (বুধবার) সন্ধ্যা নাগাদ চলাচল শুরু করবে বলে আশা করছি। তবে মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে আগে পার করা হচ্ছে।

পাটুরিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র এজিএম জিল্লুল হাকিম জানান, ফেরি কম ও তীব্র স্রোতের কারণে ৩ দিন ধরে এ রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। আজ (বুধবার) বিকেল ৪টা নাগাদ পাটুরিয়া ঘাটে ৩ শতাধিক ট্রাক ও অর্ধশত বাস পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads