• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পশ্চিম রেলের শিডিউল ভেঙে পড়েছে

ছবি : সংগৃহীত

যোগাযোগ

পশ্চিম রেলের শিডিউল ভেঙে পড়েছে

  • রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

রাজশাহীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় ২৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল ভেঙে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে ট্রেন চলাচল শুরু হলেও গতকাল শুক্রবার পর্যন্ত শিডিউল বিপর্যয় কাটেনি। বিভিন্ন রুটের ট্রেনগুলো রাজশাহীতে এসেছে নির্ধারিত সময়ের অনেক পরে।

একইভাবে রাজশাহী থেকেও নির্ধারিত সময়ে বিভিন্ন রুটের ট্রেনগুলো ছেড়ে যেতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এ নিয়ে দুঃখ প্রকাশ করে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণেই ট্রেনযাত্রায় এমন বিড়ম্বনা দেখা দিয়েছে। দ্রুতই ট্রেনের শিডিউল ঠিক হয়ে যাবে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি দীঘলকান্দি এলাকায় তেলবাহী ট্রেনের আটটি ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়। পরে রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন গেলে উদ্ধার কাজ শুরু হয়। এর ২৫ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আটটি বগি লাইনে তোলা সম্ভব হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। অথচ এই ট্রেনটির রাজশাহী ছাড়ার কথা ছিল বিকাল ৪টায়। পদ্মা এক্সপ্রেস ছাড়ার পর ভোররাত ৪টার দিকে ‘ধূমকেতু এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়ে। অথচ এই ট্রেনটির যাত্রার সময় রাত ১১টা ২০ মিনিটে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে।

একইভাবে গতকাল ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনও সময়মতো ছাড়তে পারেনি। রাজশাহী রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন রুটে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোরও অনেক দেরি হয়েছে। গোয়ালন্দগামী সকাল ৭টার আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস, ৬টা ২০ মিনিটের চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস, ভোর ৬টা ৪০ মিনিটের খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন প্রতিটি ছেড়ে গেছে ৪-৫ ঘণ্টা পর। ঢাকাগামী সকাল ৭টা ৪০ মিনিটের আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস শুক্রবার বেলা আড়াইটাতেও স্টেশনে ছিল। শিডিউল বিপর্যয়ের মধ্যে রাজশাহী থেকে বেলা ৩টার নীলফামারীগামী বরেন্দ্র এক্সপ্রেসও সময়মতো স্টেশন ছাড়তে পারেনি।

এদিকে পশ্চিম রেলের বিভিন্ন রুটের মেইল ট্রেনগুলোরও শিডিউল ভেঙে পড়েছে। রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টায় ছাড়ার কথা থাকলেও আড়াইটাও ছাড়তে পারেনি। সকাল ১০টার সিরাজগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস কমিউটার ট্রেন স্টেশন ছেড়েছে দুপুর ২টার পর। ট্রেনের এমন ভয়াবহ শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাই রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গেছে কাউকে কাউকে।

গতকাল দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে বসে ছিলেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী মৌসুমী রহমান। তিনি বলেন, রেললাইন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু লাইন ঠিক থাকে না। লুটপাটের কারণে নাজুক অবস্থায় থাকে রেললাইনগুলো। ফলে কদিন পরপরই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। আর ভোগান্তি পোহায় আমরা সাধারণ যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় লাইন বন্ধ থাকার কারণে রেলের শিডিউল ভেঙে পড়েছে। এ নিয়ে যাত্রীদের কাছে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই। আমরা তাই করছি। তবে দ্রুত সময়ের মধ্যেই যেন শিডিউল ঠিক হয়ে যায় তার চেষ্টা আমরা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads