• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সংগৃহীত ছবি

যোগাযোগ

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য রাজধানীতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর পাঁচটি স্থান- কমলাপুর, বিমানবন্দর, বনানী ও তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুরের স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, পুরুষ যাত্রীরা আটটি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন আর নারীদের জন্য আরেকটি কাউন্টার খোলা হয়েছে।

প্রথম দিন টিকিট ক্রয়ের জন্য শত শত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

২৩ জুলাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সোমবার বিক্রি হবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।
ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট বিক্রি হবে।

সূত্র জানায়, প্রতিদিন কাউন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে। তবে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ৫টি স্টেশন কাউন্টার থেকে সিডিউল ট্রেনের মোট আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’ এর অর্ধেক ১৩ হাজার ২৫০টি আসনের টিকিট অনলাইনে বিক্রি হবে।

৭ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্ত:নগর ট্রেনসমূহের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। এরফলে পূর্বঞ্চলে ১৯টি ও পশ্চিমাঞ্চলে ২৯টি মিলে মোট ৪৮টি ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে।

ঈদের অগ্রিম টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদ উপলক্ষে সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট এবং ঈদের পর দিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ বিশেষ ট্রেন চলবে।

বাংলাদেশ রেলওয়ের নিয়মিত ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’। আর স্পেশাল ট্রেনে ৩ হাজার আসন রয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে ১ হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads