• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পদ্মা সেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান হচ্ছে আজ

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

পদ্মা সেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান হচ্ছে আজ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

পদ্মাসেতুর ১৬তম স্প্যান ‘৩-ডি’ ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসতে পারে আজ মঙ্গলবার । মাওয়া প্রান্তে স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৪০০ মিটার (২ দশমিক ৪ কিলোমিটার)। ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’তে স্প্যান নিয়ে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে রওয়ানা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে নিয়ে যাচ্ছে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন। ক্রেনটি সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে শুরু হবে পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম।

নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান , ৩-ডি’ স্প্যানকে অনেক আগেই পিলারের ওপর বসানোর উপযোগী করা হয়েছে। সকাল ১০ টার দিকে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে এই স্প্যানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ভাসমান ক্রেন। ১৬ ও ১৭ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে নিয়ে যেতে সময় লাগবে ৩০ মিনিট। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজকের মধ্যেই পিলারের ওপর স্প্যান বসানো সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads