• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

ফাইল ছবি

যোগাযোগ

অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহনে ধর্মঘটের ডাক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহন আইন স্থগিতসহ নয় দফা দাবিতে আগামীকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। কাল বুধবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।

এদিকে মঙ্গলবার রাজধানীর সাতরাস্তা মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন ট্রাক চালকরা। ফলে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

২০১৮ সালের শেষ দিকে পাস হওয়া সড়ক পরিবহন আইনটি নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১লা নভেম্বর থেকে কার্যকর করার কথা থাকলেও কয়েক দফা তারিখ পিছিয়ে ১৮ই নভেম্বর কার্যকর করা হয়।

এ সময়ের মধ্যে বিআরটিএ এবং পুলিশ সড়কে নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালায়।

এদিকে, আইন কার্যকরের প্রথম দিন থেকেই আইনের 'সংস্কার'-এর দাবিতে রাজশাহী এবং দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলায় হঠাৎ করে ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীর ব্যাপক ভোগান্তিতে পড়েন।

নতুন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads