• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে সড়কে বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ

কালিকৈরে সফিপুর-বড়ইবাড়ী সড়কে পিচঢালাই উঠে বেহাল অবস্থা

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

কালিয়াকৈরে সড়কে বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ

কালিয়াকৈরে সড়কে বেহাল দশা, যাত্রীদের দুর্ভোগ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন সড়ক গুলোর মধ্যে প্রধান এবং ব্যস্ততম সড়ক হচ্ছে সফিপুর-বড়ইবাড়ী সড়ক। শিল্পাঞ্চল হওয়ার সুবাধে ওই সড়কে প্রতিদিন চলাচল করছে শত শত ছোট বড় যানবাহন। কালিয়াকৈরের উত্তারাঞ্চল হতে শিল্পাঞ্চল সফিপুরে যোগাযোগের এক মাত্র পথ এটি। অথচ গুরুত্বপুর্ন এ সড়কটি বর্তমানে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় খর্ত। সামান্য বৃষ্টি হলে ওই সব গর্তে পানি জমে মরন ফাঁদে পরিনিত হয়। গর্তের মধ্যে পড়ে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

জানা যায়, কালিয়াকৈরের উত্তরাঞ্চল হতে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল ও মালামাল সফিপুর হয়ে রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন আগে সফিপুর-বড়ইবাড়ী সড়ক নির্মান করা হয়। পরে আঞ্চলিক ওই সড়কের দুইপাশে গড়ে উঠে নানা ধরনের ছোট বড় শিল্পকারখানা। ফলে ওই সড়কে নানা ধরনের যানবাহন চলাচলে সারক্ষন ব্যস্ত হয়ে উঠে সড়কটি। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে সড়কটিতে। কলকারখানার মালামাল বহনের বড় বড় লড়িও চলাচল করে সড়কটি দিয়ে। গত কয়েক বছর আগে সড়কটি নাম মাত্র সংস্কার কাজ করা হয়। যা কয়েক মাস পড়েই পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। বর্তমানে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হছে। ওইসব গর্তে সামান্য বৃষ্টি হলে পানি জমে মরণফাঁদে পরিনিত হয়। প্রায় প্রতিদিনই ওই গর্তে মধ্যে যাত্রীবোঝাই যানবাহন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রীরা আহত হচ্ছে। এছাড়া সড়কে চলাচল রত যানবাহন চলছে হেলেদুলে। কখনো উল্টে গিয়ে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসী, যাত্রী ও পথচারীদের দাবি নিন্মমানের কাজ করা এবং সড়কের দুইপাশে পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকা এবং কলকারখানার বড় বড় লড়ি চলাচল করার ফলে সড়ক ডেবে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া পল্লীবিদ্যুত থেকে বাড়ইপাড়া সড়ক ও সফিপুর থেকে মাঝুখান ও মৌচাক দোকানপাড় থেকে নিশ্চিতপুর সড়কে ভাঙ্গা ও খানাখন্দের কারনে চলাচল করা কষ্টদায়ক হয়ে পরেছে। ওই এলাকার বাসিন্দা ও চলাচলকারী যাত্রীরা ওই সড়কগুলো জরুরী মেরামতের দাবী জানিয়েছেন।

সড়কে চলাচলরত যানবাহনের চালক বিকাশ বলেন, সড়কের বর্তমানে যে অবস্থা তাতে গাড়ি নিয়ে চলাচল করা মৃুসকিল হয়ে পড়েছে। সড়কে বেশিরভাগ স্থানে পিচঢালাই উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনা ঘটছে। এছাড়া সড়কে খানাখন্দের কারনে চলাচলরত যানবাহন গুলো যন্ত্রপাতি ভেঙ্গে বিকল হয়ে পড়ছে। দ্রুত সড়কটি মেরামত করা দরকার।

কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী সরকার সাজ্জাদ কবির বলেন, সফিপুর-বড়ইবাড়ী সড়কটি প্রকল্পভুক্ত আছে। আগামী জানুয়ারী মাসের মধ্যে সড়কটি মেরামতের কাজ শুরু করা হবে। ছবি দেওয়া আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads