• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অবশেষে কালথেকে যাত্রাবিরতি হচ্ছে আন্ত:নগর যমুনা ট্রেন; মিলবে টিকেট

সংগৃহীত ছবি

যোগাযোগ

অবশেষে কালথেকে যাত্রাবিরতি হচ্ছে আন্ত:নগর যমুনা ট্রেন; মিলবে টিকেট

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২০

আগামী কাল শুক্রবার থেকেই গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকিট মিলবে। এ নিয়ে এ পথের ট্রেন যাত্রীদের মাঝে ব্যতিক্রমি আনন্দ বিরাজ করছে। গত তিন চার বছর ধরেই স্থানীয়রা আন্ত:নগর ট্রেন যমুনা এক্সপ্রেস থামাতে (যাত্রাবিরতি) আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এখন থেকে সপ্তাহে ৭ দিনই শ্রীপুর স্টেশন থেকে আন্ত:নগর যমুনা ট্রেনের নিদিষ্টি পরিমান টিকেট মিলবে। এ নিয়ে স্থানীয়রা আগামী কাল এক আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করবে।

যাত্রীরা জানান, যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছিল এ পথের সাধারন যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অবশেষে সকলের পরিশ্রম আলোর মুখ দেখলো। এখন থেকে দ্রুত ঢাকাসহ বিভিন্ন স্থানে এ ট্রেনে যাত্রীরা চলাচল করতে পারবে। ঢাকা থেকে শ্রীপুরে সহজেই আসতে পারবে।

তারা আরো জানান এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তৎকালিন রেলমন্ত্রী মুজিবুল হক স্টেশন পরিদর্শন করলে এ স্টেশনে যমুনা ট্রেন থামানোর দাবি উঠে। পরে নিয়মিত লাল কাপড় দেখিয়ে ট্রেন থামানো হতো স্টেশনে। পরে যাত্রীরা ট্রেনে চড়ে বিভিন্ন স্থানে যাত্রা করত। অবশেষে নিয়মিত টিকিট মিলবে এ স্টেশনে। এ নিয়ে যাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী তপন বনিক বলেন, সাধারণ যাত্রীদের নিয়ে আমরা যমুনা ট্রেন থামাতে আন্দোলন করে আসছিলাম। দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের হয়ে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পত্র নিয়ে গেছি। স্থানীয় সংসদ সদস্যের সাথে এ বিষয়ে কথা বলেছি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় শ্রীপুরের সাধারণ মানুষ খুশি। তিনি বলেন ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করার জন্য শ্রীপুরের মত শিল্প এলাকায় প্রচুর যাত্রী আছে। তবু স্টেশনটিতে আন্ত:নগর কোনো ট্রেনের যাত্রাবিরতি ছিলনা। আগামী দিনে এখানে প্রতিটি আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি হওয়ার সম্ভাবনা আছে।

শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, আগামি কাল থেকে এখানে যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। শুক্রবার ভোর থেকেই টিকিট পাওয়া যাবে। সপ্তাহে ৭ দিনই এ স্টেশনে যমুনা ট্রেন যাত্রাবিরিতি করবে। স্টেশনের আগের কাউন্টার থেকেই টিকিট কেনা যাবে। ঢাকা থেকে শ্রীপুরের জন্য ১০ টি টিকেট বরাদ্দ রেেয়ছে যার মূল্য ৬০ টাকা । শ্রীপুর থেকে সরিষাবাড়ি স্টেশনের জন্য ১০ টি টিকেট বরাদ্দ রয়েছে। তিনি আরো জানান, ঢাকাগামী যমুনা ট্রেনটি ভোর ৫.৪৮ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে ৫.৫০ মিনিটে ছেড়ে যাবে। অপর দিকে ময়মনসিংহগামী যমুনা ট্রেনটি বিকাল ৬.১৬ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে ৬.১৮ মিনিটে ছেড়ে যাবে স্টেশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads